দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান। অবশেষে ভারতে লঞ্চ হল স্যামসাং (Samsung)-এর নতুন এম-সিরিজ স্মার্টফোন গ্যালাক্সি এম৩৬ ৫জি (Galaxy M36 5G)। দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে ও একগুচ্ছ এআই ফিচার রয়েছে এই ফোনে। তুঙ্গে চাহিদা।
স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৭.৭ মিমি পাতলা ডিজাইন, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং এক্সিনোস ১৩৮০ চিপসেট। থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও।
#REL
কত দাম, কবে থেকে কেনা যাবে?
Samsung Galaxy M36 5G-এর