দ্য ওয়াল ব্যুরো: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina, ex PM of Bangladesh) বিরুদ্ধে এবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (International crime tribunal) গুমের (disappearance) অভিযোগ দায়ের হল। অভিযোগকারী বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed, senior BNP leader) । তিনি আওয়ামী লিগ নেত্রী ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal), বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (IGP) বেনজীর আহমেদ-সহ আরও ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।