দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নামাজের আগে থেকে ফের উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে (Bareilly) চরম সতর্কতা জারি হয়েছে। গোটা শহরে ইন্টারনেট পরিষেবা (Internet) বন্ধ, রাস্তাঘাট কার্যত ফাঁকা, চারদিকে মোতায়েন হয়েছে নিরাপত্তা বাহিনী।
গত সপ্তাহে ‘আই লাভ মহম্মদ’ (I Love Muhammad Row) পোস্টার ঘিরে যে বিতর্ক তাতেই বরেলিতে হিংসা ছড়ায়। নামাজের পর মসজিদের বাইরে প্রায় দু’হাজার জন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় ৮১ জনকে গ্রেফতার করা হয়।