দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu Chief Minister) এমকে স্ট্যালিন (MK Stalin) সোমবার এক বিশেষ প্রকল্প চালু করলেন। ‘আনবু করঙ্গল’ অর্থাৎ ভালবাসার হাত নামক এই প্রকল্পের মাধ্যমে মা–বাবা হারানো শিশু, অথবা বাবা–মায়ের একজন মারা যাওয়ার পর অন্যজন যদি আর্থিক বা শারীরিকভাবে সন্তানের দায়িত্ব নিতে অক্ষম হন, তবে সেই সব শিশুদের মাসে ২ হাজার টাকা করে ভাতা (Monthly Aid) দেবে সরকার।