দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাঙালিকে হেনস্থা এবং বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে 'ভাষা আন্দোলন'-এর (Bhasha Andolon) ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যার সূচনা হবে সোমবার, অর্থাৎ আজ বোলপুর থেকে। রবিবার বিকেলেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। তবে এর পাশাপাশি জেলায় আরও কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।