দ্য ওয়াল ব্যুরো: বইপ্রেমীদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছে অ্যাক্রোপলিস মল। ২১ মে থেকে এখানে শুরু হয়েছে পাঁচ দিনের বইমেলা, যা শেষ হচ্ছে আজ অর্থাৎ রবিবার। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে। আয়োজক সংস্থা 'কিতাব লাভার্স' তাদের জনপ্রিয় অফার 'লোড দ্য বক্স' নিয়ে এই বইমেলায় হাজির হয়েছে এবার। আর এর টানেই প্রতিদিন অ্যাক্রোপলিসের গ্রাউন্ড ফ্লোরে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
কী এই 'লোড দ্য বক্স' অফার? বইপ্রেমীরা নির্দিষ্ট মূল্যে একটি বাক্স কিনে, সেই বাক্সে নিজেদের পছন্দমতো যতগুলি খুশি বই ভরতে পারবেন। বন্ধ হওয়া পর্যন্ত বই ভরা যাবে।
#REL