দ্য ওয়াল ব্যুরো: দাঁত ওঠেনি ঠিক মতো এখনও। যেকটা আছে, তা দিয়েই বিষধর কোবরা মারল এক বছরের শিশু। বিহারের চম্পারণের ঘটনা। কোবরাটির মৃত্যু হওয়ায় হইচই সেরাজ্যে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির নাম গোবিন্দ কুমার। মাজহৌলিয়া ব্লকের মহাচ্ছি ব্যাংকটওয়া গ্রামে তার বাড়ি। কদিন আগে ঘরের ভিতর হঠাৎ একটি কোবরা ঢুকে পড়ে। সাপটিকে হাতে পেয়ে খেলনার মতো চিবোতে শুরু করে গোবিন্দ। কিছুক্ষণ পরেই জ্ঞান হারায়।
#REL