দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসের অসমাপ্ত খসড়া। এক রাজার চার রানি, অগণিত শয্যাসঙ্গিনী। অমিতব্যয়ী, স্বেচ্ছাচারী। একদিন চার রানির এক রানিকে পরিত্যাগ করলেন ওই রাজা। সেই সঙ্গে তিন ছেলেকেও। বাধ্য হয়ে ওই রাজমহিষী রাজ্য ছেড়ে চলে গেলেন ভিনদেশে।
ইতিমধ্যে তিন ছেলের এক ছেলে বড় হয়েছে। সে খবর পেল বাবা অসুস্থ। রাজত্বের উত্তরাধিকার নিয়েও গোলমাল বেধেছে। কারণ, এক পুত্র, যাঁর সিংহাসনে বসার কথা, তিনি একাধারে বিকলাঙ্গ ও অপরিণত। বিকল্প এক মেয়ে। তিনিও বেশ কিছুদিন ধরে কোমায়। ছোট মেয়ে রাজ্যের কর্তৃত্বলাভে উৎসুক নন।