দ্য ওয়াল ব্যুরো: সোমবার গভীর রাত থেকে সরকারি আবাসনের থাকা কুকুরটি (Dog) চিৎকার ও ছোটাছুটি করছিল। তাতে আবাসনের অনেকেরই ঘুম ভেঙে যায়। চোর ঢুকেছে ভেবে এক দু'জন টর্চ হাতে বেরিয়ে আসেন। কাউকে দেখতে না পেয়ে কুকুরটি গায়ে হাত বুলিয়ে আদর করে ফিরে যান তারা। কুকুরটি কিন্তু যথারীতি চিৎকার করছিল।
দিনের আলো ফোটার পরও কুকুরটি আর্তনাদ করতে থাকায় আবাসনে তা নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমে কেউ কেউ ভেবেছিলেন, কুকুরটি অসুস্থ পড়েছে। হয়তো জ্বালা যন্ত্রণার কারণে চিৎকার করছে। পরে সকলে লক্ষ্য করেন, কুকুরটির আটটি ছানা (8 Puppies Death in Bangladesh) আবাসন থেকে উধাও।