দ্য ওয়াল ব্যুরো: রবিবারই উপ নির্বাচনের (By Election) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। এবার উপ নির্বাচন ঘিরে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
আগামী ১৯ জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্র, গুজরাতের বিসবদর, কাঁদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের সঙ্গে ভোট হবে বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। ভোটের সঙ্গে যুক্ত আধিকারিকদের উদ্দেশেই মূলত এই নির্দেশিকা।