দ্য ওয়াল ব্যুরো: বংশানুক্রমিক ভাবে প্রবাহিত হবে সম্পত্তি, যুগের পর যুগ হয়ে এসেছে এমনটাই। কিন্তু যদি হয় তাতে বদল? কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও যদি সম্পত্তি বিলিয়ে দেন কেউ? কী ভাবছেন, অলীখ কল্পনা? এ যেন গল্প হলেও সত্যি।
জেনে নেওয়া যাক এমন এক অভিনেতার কথা, ৪০০০ কোটি সম্পত্তি থাকা সত্ত্বেও ছেলেকে কানাকড়িও না দিয়ে বিলিয়ে দিয়েছিলেন তিনি। তিনি আর কেউ নন, বিশ্বের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। কাকে দিয়েছিলেন সেই সম্পত্তি?
#REL