দ্য ওয়াল ব্যুরো: চাকরি, স্টার্টআপ আর ব্যস্ত ট্র্যাফিকের শহর বেঙ্গালুরু। প্রতিদিনই সেখানে কিছু না কিছু নতুন কাহিনি বুনে চলেছে সিলিকন ভ্যালি। এক মহিলা উবার বুক করার পর দেখলেন, গাড়ি চালিয়ে এলেন তাঁর অফিসেরই টিম লিড!
এই গল্প শেয়ার হয়েছে এক্স-এ, যেখানে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট দেখিয়ে বলা হয়েছে, ‘মজার ঘটনা কী জানো? আমি উবার বুক করলাম, আর যিনি আমাকে নিতে এলেন, তিনি তো আমারই টিম লিড!’ চ্যাট অনুযায়ী, সেই টিম লিড নিজেই জানিয়েছেন তিনি শখের বশে ক্যাব চালান, অর্থ উপার্জনের জন্য নয়। তাঁর কাছে একঘেয়েমি দূর করার এক রাস্তা এটা।
#REL