দ্য ওয়াল ব্যুরো: ফৌজদারী (criminal) এবং দেওয়ানী (civil) মামলায় হোয়াটসঅ্যাপ বার্তাকে (WhatsApp messages) প্রমাণ হিসাবে হাজির করে পুলিশ-সহ নিরাপত্তা এজেন্সিগুলি। মামলাকারীরাও নিজেদের বক্তব্য তুলে ধরতে প্রমাণ হিসাবে হোয়াটসঅ্যাপের চ্যাট পেশ করে থাকে।
দিল্লির কারকারদুমা ম্যাজেস্টেট আদালতের বিচারক পুলাসত্তা প্রেমকলা একটি মামলায় হোয়াটসঅ্যাপ চ্যাটের এভিডেন্স (evidence) বা নথি হিসাবে মান্যতা নিয়ে দীর্ঘ মতামত দিয়েছে। একটি খুনের মামলার আসামিকে সেই মতামতের ভিত্তিকে নির্দোষ সাব্যস্ত করেছেন তিনি।