দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের (American Music Awards) তালিকা ঘোষিত হল। আর প্রত্যাশিতভাবেই পুরস্কারের মঞ্চে ঝড় তুললেন গায়িকা বিলি আইলিশ (Billie Eilish)। জিতলেন ‘অ্যালবাম অফ দ্য ইয়ারে’র খেতাব।
শুধু তাই নয়, যে সাতটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন তিনি, তার সবকটায় সেরার শিরোপা দখল করেছেন। যার মধ্যে রয়েছে আর্টিস্ট অফ দ্য ইয়ার, ফেভারিট ট্যুরিং আর্টিস্টের মতো বিভাগও।
#REL