দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি হামলায় থমকে গিয়েছিল পর্যটনের চাকা। তারপর পাকিস্তানে অপারেশন সিঁদুর ও ইসলামাবাদের প্রত্যাঘাতের ফলে কার্যত জনশূন্য ছিল কাশ্মীর। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। ফিরছেন পর্যটকরা। সেই ছবিই শেয়ার করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পহেলগামও হচ্ছে জমজমাট।
মে মাসের শেষ সপ্তাহে বৈসরন ভ্যালিতে লস্কর জঙ্গিদের হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। তারপর দ্রুত সেখান থেকে সকলকে বাড়ি ফেরায় প্রশাসন। ঘটনার তদন্তে নামে এনআইএ। ধীরে ধীরে কাশ্মীরে লোকজনের আনাগোনা বাড়লেও পহেলগাম নিয়ে ভীতি সকলের মনেই কম-বেশি কাজ করছিল।