দ্য ওয়াল ব্যুরো: অতিসম্প্রতি ডি গুকেশের খেলার শৈলী নিয়ে নজরটানা কথা বলেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভ। তাঁর চোখে, বছর উনিশের দক্ষিণ ভারতীয় খেলোয়াড়ের চালের ধরন অনেকটা কম্পিউটারের মতো! যুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত গুকেশ লড়ে যান। মনঃসংযোগে সামান্যতম ঘাটতি থেকে পালটা থাবা বসান, লড়াইয়ে প্রত্যাবর্তন করেন!