দ্য ওয়াল ব্যুরো: ২২ হাজার কিলোমিটার।
ঠিক এতটা পথ পেরিয়ে গোয়ায় বিশ্বকাপ খেলতে এসেছিলেন দোম্মারাজু গুকেশ। কেন এই লম্বা গন্তব্য? তার কারণ, গ্রিসে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে দু-দু’খানা সোনার মেডেল জেতার পর ভারতের তরুণ দাবাড়ু চলে যান সেন্ট লুইস৷ ক্লাচ চ্যাম্পিয়নশিপ খেলতে৷ সামনে হিকারু নাকামুরা, ম্যাগনাস কার্লসেনের মতো পোড়খাওয়া প্রতিদ্বন্দ্বী। দুঃস্বপ্নের সেই শুরু৷ ইতিউতি প্রতিভার ঝলক দেখালেও অন্তিম স্থানে প্রতিযোগিতা শেষ৷ তার উপর কার্লসেনকে একবারও হারাতে না পারার যন্ত্রণা।