দ্য ওয়াল ব্যুরো: বিশ্বচ্যাম্পিয়নকে একবার হারানোই চাট্টিখানি কথা নয়। কিন্তু তিন দিনের ব্যবধানে দু-দু’বার সেই অসম্ভবকে সম্ভব করলেন তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। লাস ভেগাসে ‘ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুরে’র মঞ্চে ফের হারালেন কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে পরাজিত হয়ে তাঁকে তিন নম্বরে থামতে হল।
শনিবার গভীর রাতে প্রথম খেলায় প্রজ্ঞানন্দ সাদা ঘুঁটি হাতে মাত্র ৪৩ চালে হারিয়ে দেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে। টাইম কন্ট্রোল ছিল ১০ মিনিট। শুরুর 'পজিশন নম্বর ৪১৪'-এ দুই দিক থেকে রাজা, একজোড়া গজ আর নৌকা দাঁড়িয়ে, মধ্যিখানে রাজা।