দ্য ওয়াল ব্যুরো: ওভার দ্য বোর্ড দাবায় যা কিছু জেতার, সব হাসিল করেছেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর। অপরাজেয় নন (সেটা বুঝিয়ে দিয়েছেন ডি. গুকেশ), কিন্তু নিজের দিনে অপ্রতিরোধ্য নরওয়ের ম্যাগনাস কার্লসেন। আপাতত পাল্লা দিতে পারে এমন প্রতিপক্ষের ‘অভাবে’ ইন্টারনেটের আশ্রয় নিয়েছেন। নতুন চ্যালেঞ্জের নাম—চ্যাটজিপিটি!
ইদানীং আকছার ওপেনএআইয়ের তৈরি কনভারসেশনাল চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গেই দাবা খেলেন কার্লসেন। অনলাইনে। অতিসম্প্রতি যুদ্ধে নেমেছিলেন। যদিও ৫৩ চালেই খেলা শেষ! একটা গুটি পর্যন্ত হারালেন না। উল্টে এআই আত্মসমর্পণ করল।