নরওয়েতে হারের ক্ষত এখনও দগদগে। এরই মধ্যে জাগরেবে অনুষ্ঠিত হল গ্র্যান্ড চেস টুর্নামেন্ট; আরও একবার কপালে জুটল চপেটাঘাত। দাবার জগতে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে: ম্যাগনাসের এই ভরাডুবি কি এক নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে?
দ্য ওয়াল ব্যুরো: ক্রোয়েশিয়ার র্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টের র্যাপিড বিভাগ জিতে দাবা দুনিয়ার চর্চায় ডি. গুকেশ। তার চেয়েও বেশি করে আলোচনায় বিশ্বের পয়লা নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে দু’বার ঘোল খাওয়ানোয়।
নরওয়েতে এক মাস আগেও একইভাবে কিস্তিমাত দেন গুকেশ। কিন্তু সেবার লড়াইটা ছিল ক্লাসিক্যাল বোর্ডে, এবার র্যাপিডে। তার উপর মাথায় ঘুরছিল প্রতিপক্ষ কার্লসেনের করা কটাক্ষ—‘গুকেশ মোটেও শক্তিশালী দাবাড়ু নয়। বেশ দুর্বল!’