দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর রাজ্যসভা সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম দলীয় বৈঠকে এক অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান। শনিবার চেন্নাইয়ে তাঁর দল মাক্কাল নিধি মাইয়ামের (MNM) এক বৈঠকে এক অনুরাগী জোর করে তাঁর হাতে তলোয়ার ধরিয়ে ছবি তুলতে চান। প্রথমে হাসিমুখে মানা করলেও পরে রেগে যান কমল।