দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ কর্মজীবনের পর সকলেই চান একটু থামতে। শান্ত-শীতল জীবনের অনুভূতি নিতে। কাজের চাপ, চিন্তা থেকে শত হাত দূরে সরে যেতে। রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্যও এই বিষয়টি অস্বাভাবিক নয়। অনেক প্রবীণ নেতাই ভাবেন একটু থেমে যাওয়ার কথা। সেই তালিকাতেই এবার নাম লেখালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজনৈতিক ব্যস্ততার মাঝে তিনি জানালেন, অবসরের পর (Post Retirement) বাকি জীবন তিনি কাটাতে চান বেদ-উপনিষদ পাঠ ও চাষাবাদ করে।