দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১১ মাসের বেতন বকেয়া, মিড-ডে মিলের বরাদ্দ নেই, উপরন্তু অনুদানহীন অবস্থায় প্রতিদিনের মতো ক্লাস সামলানো—অভিযোগের পাহাড় নিয়ে মঙ্গলবার রাস্তায় নামলেন West Bengal Recognized (Un-Aided) Madrasah Teacher’s Association-এর শিক্ষক-শিক্ষিকারা।
#REL
শহরের রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হয়েছে ক্ষোভের সুর, “কাজ করব, অথচ বেতন পাব না—এটা কীভাবে সম্ভব!”