দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় আহত হলেই আর চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা নয়। রাজ্য জুড়ে (West Bengal) চালু হতে চলেছে নতুন ক্যাশলেস চিকিৎসা পরিষেবা (Cashless treatment)। দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ারে’ অর্থাৎ প্রথম এক ঘণ্টায় দ্রুত চিকিৎসা শুরু করা গেলে অনেক সময়েই প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু অনেক সময়েই চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় বিলম্ব হয়। এবার সেই সমস্যারই স্থায়ী সমাধানের পথে সরকার।
কীভাবে কাজ করবে এই পরিষেবা?