দ্য ওয়াল ব্যুরো: সদ্য প্রকাশিত হল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। আর এই বছর বলিউডের দু’জন বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী জিতে নিলেন দেশের অন্যতম গৌরবজনক স্বীকৃতি। ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান। একইভাবে, ৩০ বছরের বেশি সময় পর সেরা অভিনেত্রী হলেন রানি মুখোপাধ্যায়।
তবে শুধু তারকাদের স্বীকৃতিই নয়, এই বছরের জাতীয় পুরস্কার ঘিরে আরও এক উল্লেখযোগ্য নাম উঠে এসেছে— বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। সুদীপ্ত পরিচালিত ২০২৩ সালের সবচেয়ে চর্চিত এবং বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ জাতীয় পুরস্কার পেয়েছে। এবং এক নয়, দুটি বিভাগে।