দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে অশান্তির ঘটনায় (Delhi Riots Case) বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা ও সমাজকর্মী উমর খালিদকে বৃহস্পতিবার ১৪ দিনের অন্তর্বর্তী জামিন (Interim Bail) দিল কর্করডুমা আদালত (Karkardooma Court)। ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত তিনি এই জামিনে মুক্ত থাকবেন। বোনের বিয়ে ২৭ ডিসেম্বর, সেই অনুষ্ঠানে যোগ দিতে ঘরে ফিরবেন।
উমরের আবেদন শুনে বৃহস্পতিবার আদেশ দেন দিল্লির অতিরিক্ত সেশনস বিচারক সমীর বাজপেয়ী (Additional Sessions Judge Sameer Bajpai)।
#REL