দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী কাজল অভিনীত পৌরাণিক হরর থ্রিলার 'মা'-এর ওটিটি মুক্তির তারিখ অবশেষে ঘোষণা করা হলো। পরিচালক বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবির মাধ্যমে কাজল প্রথমবার হরর ছবিতে অভিনয় করেছেন। বৃহস্পতিবার নেটফ্লিক্স ইন্ডিয়া ছবিটির ওটিটি মুক্তির তারিখ ঘোষণা করে জানিয়েছে, ২২ আগস্ট ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির মুক্তির তারিখ পোস্ট করে লিখেছে, "যখন রক্ষক এক মা হয়, তখন প্রতিটি ভক্ষকের হার হবে।"
'মা' ছবিতে কে কে আছেন?