দ্য ওয়াল ব্যুরো: তিনি দক্ষ খেলুড়ে, নিবিড় পড়ুয়া। যেভাবে একাগ্রমনে ব্যাটিং করেন, সেভাবে সংযম দেখিয়ে বইয়ের পাতা ওল্টান।
বিরাট কোহলি কেরিয়ারে উত্থান দেখেছেন, পতনেরও মুখোমুখি হয়েছেন। কিন্তু কখনও নিজের রাস্তা থেকে সরে যাননি। যুদ্ধের ময়দান ছাড়েননি। আর এই ধৈর্যের পথে তাঁকে অনুপ্রেরণা জুগিইয়েছে বই। বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন বিরাট। উঠে এসেছে বিভিন্ন রস ও গোত্রের বইয়ের কথা। কোনওটা ধর্মগুরুর সুভাষণ। কোনওটা মন হাল্কা করা গল্প।
দ্য ওয়াল ব্যুরো: এত বছর কেটে গেলেও কোনও সন্তানের মুখই এতদিন দেখাননি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ব্যক্তিগত জীবনেও তাঁরা খুবই অন্তর্মুখী। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের আগেও পুরো বিষয়টি চেপে গিয়েছিলেন এই দম্পতি।
তবে শেষরক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স এক সাক্ষাৎকারে ভুলবশত বলে ফেলেছিলেন বিরাট আবার বাবা হচ্ছেন! পরে যদিও ব্যাপারটি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় তাঁকে, তবু সত্য চাপা থাকেননি।
দ্য ওয়াল ব্যুরো: লিডসে ২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। প্রথম ম্যাচ হেডিংলেতে। এই টুর্নামেন্ট দিয়েই ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জার্নি আরম্ভ করেছে টিম ইন্ডিয়া।
দ্য ওয়াল ব্যুরো: তাঁর আকস্মিক অবসর বিস্ময় ও জল্পনার পাশপাশি তুলে ধরে হাজারো প্রশ্ন। টেস্ট যে ক্রিকেটের তিন ফর্ম্যাটের মধ্যে তাঁর প্রিয়তম—কোনওদিন আড়াল করার চেষ্টা করেননি বিরাট কোহলি (Virat Kohli)।
অথচ আইপিএলের (IPL 2025) মধ্যে, ইংল্যান্ড সফর (England Series) শুরু হতে চলেছে যখন, তার কয়েক দিন আগে আচমকাই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান বিরাট (Virat Kohli Retirement)। পরে ছেলেবেলার কোচ যখন ফাঁস করেন, কোহলি ইংল্যান্ডের জন্য দিনকয়েক আগেই বিশেষ প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রহস্য আরও জোরালো হয়।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের (England) আইকনিক ওভাল মিউজিয়ামে (Oval Museum) জায়গা করে নিল শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জার্সি থেকে শুরু করে বিরাট কোহলির (Virat Kohli) গ্লাভস। সবেতেই ক্রিকেটারদের সই করা। ওভাল ময়দানের ১৮০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এমনই কিছু স্মারকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে সারে ক্রিকেট ক্লাব (Surrey Cricket Club)। যারা ঘরের মাঠ হিসেবে ওভালকে ব্যবহার করে থাকে।
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ইউরোপে মোটেও জনপ্রিয় খেলা নয়। কোনও ক্রিকেট তারকা সেখানে সেভাবে পরিচিত মুখও নন।
কিন্তু খেলোয়াড়ের নাম যখন বিরাট কোহলি, তখন না চাইতেও ব্যাট-বলের যুদ্ধ দেখতে টিভির পর্দায় চোখ রাখতেই হয়! আর পেশায় ধারাভাষ্যকার হলে টেনিস কোর্টের কমেন্ট্রি বক্সে বসে একজন উদীয়মান নক্ষত্রের তুলনায় টেনে আনতেই হয় বিরাটের অনুষঙ্গ!
দ্য ওয়াল ব্যুরো: সদ্যসমাপ্ত আইপিএলে (IPL 2025) অনেক কিছুর নিয়ম ভেঙেছে, হিসেব উলটে দিয়েছে আরসিবি (RCB)। বেঙ্গালুরু ভাল খেলুক, খারাপ খেলুক, তাদের দৌড় গ্রুপ স্তর পর্যন্ত। প্লে-অফে উঠলেও ফাইনালে জায়গা পাবে না। কিংবা ফাইনালে গেলেও হাতে ট্রফি উঠবে না।
#REL
এই ছবিই এতদিন দেখে এসেছে তামাম ক্রিকেট-বিশ্ব। কিন্তু সমস্ত ধারণা ও অনুমান বিগড়ে কাপ ঘরে এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিজয় উৎসবকে কেন্দ্র করে পদপিষ্ট হওয়ার ঘটনা ও ১১ জনের মৃত্যুকে বাদ দিলে টুর্নামেন্ট আরসিবির জন্য স্মরণীয়। ১৮ বছরে প্রথমবার কাপ জিতেছে বেঙ্গালুরু। খেতাব হাতে তুলেছেন বিরাট কোহলি।