দ্য ওয়াল ব্যুরো: উচ্চ রক্তচাপ (High Blood Pressure) বা হাইপারটেনশন (Hypertension) সাধারণত ‘সাইলেন্ট কিলার’ নামেই বেশি পরিচিত। একে নিয়ন্ত্রণে রাখাও বেশ কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে। একবার উচ্চরক্তচাপের সমস্যা শুধু হলে নানা রকম ভাবে শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করে, চাপ পড়ে হার্টের স্বাস্থ্যের (Heart Health) ওপরও।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে- প্রতিদিন সকালে ধনে, পুদিনা, মেথি, কারিপাতা এবং পালং শাক দিয়ে তৈরি একটি বিশেষ জুস খেলে উচ্চ রক্তচাপ একেবারে সেরে যায় এবং ওষুধের প্রয়োজনও পড়ে না।