দ্য ওয়াল ব্যুরো: বসের চোখে ধুলো দিয়ে সুন্দর একটা ছুটি কাটানোর ফন্দিটা ভালই ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সুখ কপালে সইল না। মাঝে মাঝে তো মানুষের পেট খারাপ হতেই পারে, সেই অজুহাতটা কাজে লেগেও লেগেছিল। কিন্তু কুর্গের মনোরম পরিবেশে যে ভ্রমণ অত্যন্ত সুখকর হতে পারত, একটা ভাইরাল রিলে সেই গুড়ে বালি উড়ে পড়ল।
যদি সেই রিল তিনি নিজে বানাতেন, তাও না হয় কথা ছিল। হোম স্টে-তে থাকার সময় নাচের ভিডিও করছিলেন একজন, সেই ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ওই ব্যক্তিকে।
#REL