দ্য ওয়াল ব্যুরো: দেশের নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির আমানত (Bank deposits) বৃদ্ধির হার এ বছর জুলাই-সেপ্টেম্বর (Q2 FY26) ত্রৈমাসিকে নেমে এসেছে গত ৭টি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে কম হারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সাম্প্রতিক ত্রৈমাসিক তথ্য অনুযায়ী, এই সময়ে ব্যাঙ্ক আমানতের বৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৯.৯%, যেখানে গত বছরের একই সময়ে বৃদ্ধি ছিল ১১.৭%।
মেট্রো শহরের শাখাগুলিতে আমানত বৃদ্ধিতে সবচেয়ে বেশি পতন