অমল সরকার
কুরবানির ইদের পর শেখ হাসিনার বিচার (Trial of Sheikh Hasina) শুরু হবে, আগেই জানিয়েছেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ( International Crimes Tribunal) প্রসিকিউটর বা সরকারি আইনজীবী তাজুল ইসলাম। জানা গিয়েছে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় হাসিনা ছাড়াও বিচার শুরু হবে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman khan Kamal, ex home minister of Bangladesh) এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (Abdullah Al Mamun, ex IGP of Bangladesh)।