দ্য ওয়াল ব্যুরো: জীবনের পথে কত মুখের দেখা মেলে। কেউ আসে হাওয়ার মতো, কেউ থেকে যায় স্মৃতির ভিতরে। কিন্তু সব মুখ কি মনে রাখা যায়? অভিনেত্রী শতাব্দী রায় ঠিক সেই নিয়েই মজার এক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় — একখানি ছোট্ট ভিডিও, অথচ তার ভেতরে লুকিয়ে আছে জীবনযাপনের মিষ্টি অথচ সত্যি।
ভিডিওটিতে শতাব্দীকে দেখা গেল এক চেনা হাসিতে গল্প করতে। বললেন, “চলার পথে এমন কত মানুষ, কত অভিজ্ঞতা! মাঝে মাঝেই কেউ এসে বলে, চিনতে পারছেন?” তিনি হেসে বলেন, “অনেক সময় চিনে ফেলি, আবার অনেক সময় না চিনলেও ভদ্রতার খাতিরে বলি, ‘হ্যাঁ, চিনতে পারছি।’ আসলে কথাটা ওখানেই শেষ হওয়া উচিত।”