দ্য ওয়াল ব্যুরো: ভারতে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লিগ দলীয় দফতর খুলেছে বলে অভিযোগ তুলল বাংলাদেশ সরকার। ঢাকায় বাংলাদেশের বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে ভারত সরকারের উদ্দেশ্যে বলেছে অভিলম্বে ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কার্যকর বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক। বাংলাদেশ সরকারের বক্তব্য, দু দেশের সম্পর্ক বজায় রাখতে ভারত সরকারের উচিত বাংলাদেশ বিরোধী কার্যকর বন্ধে কঠোর পদক্ষেপ করা। সম্প্রতি দিল্লি প্রেস ক্লাবে একটি সংগঠন বাংলাদেশের গোপালগঞ্জে সদ্য ঘটে যাওয়া গণহত্যা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছিল।