দ্য ওয়াল ব্যুরো: অবস্থার উন্নতির আশা জাগিয়ে ফের গুরুতর অবনতি হয়েছে খালেদা জিয়ার (Khaleda Zia, Ex PM of Bangladesh) শারীরিক অবস্থার। এই মুহূর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা (BNP chairperson is in very critical condition and in life support) শারীরিক অবস্থা চিকিৎসকদের ভাষায় খুব ক্রিটিকাল। সেই কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। রবিবার নেত্রীকে হাসপাতালে দেখে এসে বিএনপি নেতা মির্জা আব্বাস জানিয়েছিলেন, ম্যাডাম চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাদের চিনতে পেরেছেন।