দ্য ওয়াল ব্যুরো: নিমরত কৌর ও অভিষেক বচ্চনের প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজে। এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন, কাজই তাঁর মূল ফোকাস, ব্যক্তিগত জীবন নিয়ে গুজবে তিনি একেবারেই কান দেন না।
নিমরত বলেন, ‘‘সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম, যা যে কোনও সময়, যে কোনও দিক থেকে ছড়িয়ে পড়তে পারে—সেটা সত্যি হোক বা মিথ্যে। আমি মুম্বইতে এসেছি কাজ করতে, সোশ্যাল মিডিয়ার জন্য নয়। আমি যখন শুরু করেছিলাম, তখন তো স্মার্টফোনও ছিল না।’’
#REL