দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে এসআইআর (Special Summary Revision)। ঠিক তার আগেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সরব হল সিপিএম (CPM)।
দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim) সোমবার জানান, ‘‘প্রতিটি নির্বাচনের আগে নানা অজুহাতে মানুষকে ভয় দেখানো হয়। এবারও এসআইআর প্রক্রিয়াকে (SIR process) ঘিরে সেই আতঙ্ক ছড়ানো হচ্ছে।’’
#REL,