দ্য ওয়াল ব্যুরো: এক হাতে দা, অন্যহাতে কাটা মুন্ডু! যা থেকে টপ টপ করে পড়ছে রক্ত! অথচ নির্বিকারভাবে সেই কাটা মুন্ডু হাতে নিয়েই গ্রামের রাস্তায় ঘুরল এক যুবক!
শনিবার সকালে এমনই হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর (Basanti) ভরতগড় গ্রামের বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে গ্রামে হইচই পড়ে যায়। ছড়ায় তীব্র আতঙ্ক। পরে খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।