দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) বদলা নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। তার পাল্টা হামলা করেছিল পাকিস্তানও। ভারতীয় সেনা জানিয়েছে, তুর্কি নির্মিত ড্রোন (Turkish Drone) দিয়ে হামলার চেষ্টা করেছিল পাক সেনা (Pakistan Army)। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। এতএব, বহু সংখ্যক ড্রোন যে ভারত ধ্বংস করেছে তা স্পষ্ট। কিন্তু সেই সংখ্যাটা কত, তা এবার জানা গেল।