দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত 'বাঘবন্ধু' বাল্মীক থাপার (Valmik Thapar Death) (৭৩)। শনিবার নয়াদিল্লির কৌটিল্য মার্গে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভারতে ব্র্যাঘ্র সংরক্ষণে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
প্রায় পাঁচ দশক ধরে, বন্যপ্রাণী ও সংরক্ষণের উপর দুই ডজনেরও বেশি বই লেখেন তিনি। তাছাড়াও বেশ কয়েকটি যুগান্তকারী বন্যপ্রাণ তথ্যচিত্রও উপস্থাপন করেছিলেন। যার মধ্যে রয়েছে বিবিসির অন্যতম সিরিজ 'ল্যান্ড অফ দ্য টাইগার (১৯৯৭)'।