দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এমন অভিনেত্রী খুব কমই আছেন, যিনি যুগের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে নিতে পেরেছেন আবার নিজস্ব শর্তে টিকে থেকেছেন। তব্বু, আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমি।
তিন দশকেরও বেশি সময় ধরে তিনি নিঃশব্দে, অথচ গভীর ছাপ রেখে চলেছেন হিন্দি এবং দক্ষিণী সিনেমা জগতে। প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে তিনি যেন নতুনভাবে ব্যাখ্যা করেছেন নারীত্ব, সাহস আর সংবেদনশীলতা। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে অদ্ভুত এবং আকর্ষণীয় দিক হল একই নায়কের—নন্দমুরি বালাকৃষ্ণার—মা, স্ত্রী এবং প্রেমিকার চরিত্রে অভিনয়, তিনটি ভিন্ন সিনেমায়।
#REL