দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে ভয়াবহ দুর্ঘটনা সাগরদিঘিতে (Horrific accident in Sagardighi)। মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলতে শুরু করল দুটি লরি। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করল গোটা গাড়ি। লরির কেবিনেই আটকে পুড়ে মৃত্যু এক চালকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে খালাসিকে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বিশাল পুলিশবাহিনী।
বৃহস্পতিবার সকালবেলায় সাগরদিঘির শেখদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।
#REL