দ্য ওয়াল ব্যুরো: ভারতের শিল্পী ও কারুশিল্পীদের সম্মান জানাতে ইরোসের স্বদেশ (Swadesh) ফ্ল্যাগশিপ স্টোরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারপারসন নীতা আম্বানি(Nita Ambani)। মুকেশ পত্নী এদিন পরেছিলেন ময়ূরনীল বেনারসি শাড়ি (peacock blue Banarasi saree), যাতে ফুটে উঠেছে সূক্ষ্ম মীণা কারুকাজ ও ঐতিহ্যবাহী ‘কড়ুয়া’ নকশা—স্বদেশের খাঁটি নকশির এক অপূর্ব নমুনা।
#REL