দ্য ওয়াল ব্যুরো: প্রথাগত বিদ্যায় এখন আর বিশ্বাস রাখেন না রূপম ইসলাম। বরং পারিপার্শ্বিক ঘটনা প্রবাহেই তিনি খুঁজে পেয়েছেন নিজের সাফল্য। যেমন ‘গুরু’ত্বের তালিকায় রকস্টারের পরিবৃত্তে অনায়াসে জায়গা করে নিয়েছেন সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র। সংগীতকারের উপচে পড়া এনার্জি দেখে যেমন অনুপ্রাণিত হন রূপম, তেমনই তাঁর দেবুদাও মুহূর্ত ধরে ধরে গবেষণা করে চলেছেন পারফর্মার রূপমের। দ্য ওয়ালের নতুন পডকাস্টে রইল এমনই বলা, না বলা গল্পেরা। দেখুন, শুনুন।