দ্য ওয়াল ব্যুরো: বিরল এক দৃশ্যের সাক্ষী থাকলেন বিহারের সীমান্ত শহর জয়নগরের মানুষজন। টানা কয়েকদিন পরিষ্কার আবহাওয়া থাকায় হঠাৎ করেই দেখা গেল এভারেস্ট।
নেপালের সীমান্ত সংলগ্ন কমলা নদীর তীরে অবস্থিত জয়নগর শহর। এই নদীর উৎপত্তি নেপালের এক হিমবাহ থেকে। মানচিত্রে দেখা যায়, শহরটির অবস্থান এমনভাবে যে, একদম সরলরেখায় পড়ে মাউন্ট এভারেস্ট। ফলে, যখন আকাশ পরিষ্কার থাকে, দূষণ তেমন থাকে না বা কুয়াশার দাপট দেখা যায় না, তখন এভারেস্ট স্পষ্টভাবে ধরা দেয় জয়নগরের আকাশসীমায়।
#REL