দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার বহু বছর পেরিয়ে গেছে। কিন্তু এত দিনেও বিদ্যুৎ কী জিনিস তা জানত না ছত্তীসগড়ের (Chhattisgarh) এই ১৭টি গ্রামের (17 Villages) মানুষ। কেউ কেউ প্রায় সারাজীবন অন্ধকারেই কাটিয়ে দিয়েছেন। বিদ্যুতের (Electricity) দেখা মেলা যেন অলীক স্বপ্ন ছিল গ্রামগুলির মানুষের কাছে। তবে অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ওই ১৭টি গ্রামে সম্প্রতি এসেছে বিদ্যুৎ।