শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'সেলুলয়েডের কবি' বলা হত তাঁকে। তিনি গুলজার। আজ যাঁর জন্মদিন। গুলজারের গানের কথা যেমন কবিতা, তেমনই পর্দায় তাঁর সিনেমাগুলি ভীষণ কাব্যিক। আজ গুলজারের জন্মদিনে এমন এক ছবির গল্প বলব যে ঐতিহাসিক ছবির শুটিং তিনি করেছিলেন কিন্তু শেষ অবধি ছবি আর শেষ হয়নি। ছবিটি ঐতিহাসিক তাঁর কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর কাহিনি 'দেবদাস' নিয়ে ছবি করছিলেন গুলজার। ১৯৭৬ সালে শুরু হয় এই রঙিন ছবির শুটিং। কিন্তু শেষ আর করতে পারেননি তিনি।