দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আকাশে কৃত্রিম বৃষ্টি নামানোর তিন-তিনবার চেষ্টার পরও একফোঁটা জলের দেখা নেই। এবার সেই নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকা খরচ করে এমন এক পরীক্ষায় লাভ কী, যার সাফল্যের হার ইতিহাসে অত্যন্ত কম!
রাজধানীর ভয়ানক বায়ুদূষণ মোকাবিলায় দিল্লি সরকার ও আইআইটি কানপুর হাত মিলিয়ে তিন দফায় বৃষ্টি নামানোর চেষ্টা করে। প্রথমটি হয় ২৩ অক্টোবর, বাকি দু’টি ২৮ অক্টোবর। কিন্তু কোনও ক্ষেত্রেই ফল মিলল না, দিল্লির আকাশে একফোঁটা বৃষ্টিও পড়েনি এই কদিন।
#REL
কোটি টাকার প্রকল্প, ফল শুন্য