দ্য ওয়াল ব্যুরো: আমাদের চারপাশের ঘটতে থাকা ঘটনার সরাসরি প্রভাব পড়ে আমাদের জীবনে। তার সবকিছুই বেশ কিছু ইঙ্গিত বহন করে চলে মনে করা হয়। গৃহস্থ বাড়িতে বেড়াল এসে আশ্রয় নেয় অনেক সময়। সেই বেড়াল বাড়ির পোষা না হলেও অনেক সময় বাড়ির কোনও কোণে নিরাপদ জায়গা মনে করে বাচ্চার জন্ম দেয়। বাস্তুশাস্ত্র কী বলছে এই নিয়ে?
বাঙালিরা বেড়ালকে মা ষষ্ঠীর প্রতীক বলে মনে করে। বাড়িতে বেড়ালের সন্তান হওয়া খুবই শুভ বলে মনে করা হয়। সেই বাড়ির জন্য আগামী তিন মাস খুব ভাল সময়। সদস্যদের বিভিন্ন দিক থেকে লাভবান হওয়া শুধু সময়ের অপেক্ষা।
#REL