দেবপ্রিয় সেনগুপ্ত
তিন চাকা বাদে বাকিরা বাজারের নামমাত্র অংশীদার। তবুও ছবিটা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কথা হচ্ছে, দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবসার (electric cars business) হাল নিয়ে।
২০২৪ সালের সেপ্টেম্বরের চেয়ে গত মাসে আরও বেশি ক্রেতা তেলের বদলে গাড়ির জ্বালানি (car fuel) হিসেবে বিদ্যুতকেই বেছে নিয়েছেন। ফলে পথের মাঝে আরও বেশি চার্জ দেওয়ায় পরিকাঠামো বা চার্জিং পয়েন্ট (charging point) তৈরির চাহিদাও দ্রুত বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
#REL