দ্য ওয়াল ব্যুরো: আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) আয়কর রিটার্ন (ITR) জমার বাড়ানো শেষ দিন। শেষ মুহূর্তে করদাতারা হুড়োহুড়ি করে রিটার্ন দাখিল করছেন। ধারণা করা হচ্ছে, শুধু আজই এক কোটির বেশি রিটার্ন জমা পড়তে পারে।
ইতিমধ্যে ২০২৫–২৬ করবর্ষের জন্য ৬.২৯ কোটি রিটার্ন জমা পড়েছে। গত বছর রিটার্ন ফাইলিং ৭.৫ শতাংশ বেড়েছিল। সেই ধারা অব্যাহত থাকলে এ বছর সংখ্যা ৭.৮ কোটিতে পৌঁছতে পারে। ধারাবাহিক এই বৃদ্ধির চিত্র স্পষ্ট: ২০২৩–২৪ করবর্ষে জমা পড়েছিল ৬.৭৭ কোটি, ২০২২–২৩ এ ৫.৮২ কোটি, আর ২০২১–২২ সালে ৫.৭৭ কোটি রিটার্ন।